জল-ডাঙার ‘প্যান্থার’

সপ্নীল আনোয়ারুল
panther
জল ও স্থলে চরে যে, সে-ই উভচর। উদ্ভাবকেরা উভচর যান উদ্ভাবনে দীর্ঘদিন ধরেই কাজ করছেন।  সম্প্রতি যুক্তরাষ্ট্রের উদ্ভাবকেরা এমন একটি উভচর গাড়ি তৈরি করেছেন যা একটি চার চাকার গাড়ি, আবার নৌযানও। এটি চরে বেড়াতে পারে উঁচু-নিচু ভূমিতেও। ডাঙায় ও জলে সমান তালে চলতে সক্ষম গাড়ির দেখা সাধারণত জেমস বন্ড সিরিজের চলচ্চিত্রের জন্যই মানানসই। সম্প্রতি ডেইলি মেইল জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রতিষ্ঠান ওয়াটারকার সম্প্রতি বিশ্বের সবচেয়ে দ্রুতগতির উভচর যান তৈরির দাবি করেছে। ওয়াটারকারের তৈরি এ গাড়িটির নাম ‘প্যান্থার’। ওয়াটারকার নির্মাতাদের দাবি, প্যান্থার যখন পানিতে চলে তখন সর্বোচ্চ ঘণ্টাপ্রতি ৪৫ মাইল গতি তুলতে পারে আর ডাঙায় সর্বোচ্চ ৮০ মাইল গতিতে ছুটতে পারে। গাড়ি থেকে জলযান হিসেবে রূপান্তর গাড়িটির মাত্র ১৫ সেকেন্ড সময় লাগে। ১৫ ফুট গাড়ির আদলে তৈরি এ উভচর যানটির দাম ৮৯ হাজার পাউন্ড।

إرسال تعليق