ব্লগের সাইটম্যাপ তৈরি । ব্লগস্পট

আশাকরি সকলে ভালো আছেন। আমাদের ব্লগে বিভিন্ন বিভাগে বিভিন্ন ধরনের কন্টেন্ট থাকে যে গুলো সহজে খুজে পাওয়ার জন্য আমরা সাধারণত সাইটম্যাপ তৈরী করি। এটা হয়ত আমরা অনেকেই জানি আবার কিছু নতুন ব্লগার ভাই আছেন যারা হয়ত জানেন না। তাই যারা জানেন না তাদের জন্য আমি আজ ব্লগার ব্লগে কিভাবে সাইটম্যপ তৈরী করবেন তার একটি বর্ণনা দিলাম:
প্রথমে আপনার ব্লগার ব্লগে লগিন করুন>পৃষ্ঠা সমূহ>নতুন পৃষ্ঠা>ফাঁকা পৃষ্ঠা
এখানে যাওয়ার পরে নিচের মত একটা পেজ আসবে এই পেজে নিচের ছবির মত HTML এর উপর ক্লিক করুন

এবার এই রকম একটা পেজ আসবে

এখানে  ডিফল্ট ভাবে যে কোড গুলো আছে তার নিচে এই কোড গুলো
<link rel=”stylesheet” href=”http://www.google.com/uds/solutions/dynamicfeed/gfdynamicfeedcontrol.css” type=”text/css” media=”screen” />
<script style=”text/javascript” src=”http://scriptabufarhan.googlecode.com/svn/trunk/daftarisiv2.js”></script>
<script src=”http://আপনার ব্লগের ইউ,আর এল/feeds/posts/summary?max-results=9999&alt=json-in-script&callback=loadtoc”></script>
কপি করে পেষ্ট করার পরে পেজ টি পাবলিশ করুন। তাহলেই আপনার সাইটম্যাপ তৈরী সম্পন্ন হবে।
সবাইকে ধন্যবাদ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বাংলা ব্লগের তালিকা

ফ্রী তে .কম ডোমেইন । .com domain for free

হাবপেজ আর উইবলি দিয়ে কিভাবে খুব সহজে এডসেন্স একাউন্ট করা যায়