এন্ড্রয়েডের প্রাইভেসি ফিচার সরিয়ে নিয়েছে গুগল


Android1
গুগল তার এনড্রয়েড মোবাইল সফটওয়ার থেকে পরীক্ষামূলক প্রাইভেসি ফিচারটি সরিয়ে নিয়েছে। যে সকল আ্যপ্লিকেশন গ্রাহকের ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে সেগুলোকে এই ফিচার ব্লক করার সুবিধা দিতো।


গুগল এই ফিচার সরিয়ে নেওয়ার মানে এনড্রয়েড ৪.৪.২ স্মার্টফোনের ব্যবহারকারীরা এখন থেকে তাদের ব্যক্তিগত তথ্যে অন্যের অনুপ্রবেশ রুখতে পারবেন না।
যদিও কোম্পানির একজন মূখ্যপাত্র জানান, এই প্রাইভেসী ফিচার গত গ্রীষ্মে বাজারে আসা এনড্রয়েড ৪.৩ মোবাইল সেটে জুড়ে দেওয়া হয়েছে। ঘটনাটা দূর্ঘটনাবশত ঘটে গেছে।
একই সুরে কোম্পানির টেকনোলজি প্রজেক্ট ডিরেক্টর পেটার একারস্লে বলেন, এনড্রয়েড ৪.৪.২ থেকে ফিচারটা সরিয়ে নেওয়া ছাড়া কিছু করার ছিলো না ।এটা কোনভাবেই এই সেটে জুড়ে দেওয়া যাচ্ছিলো না বলে আমরা সরিয়ে নিতে বাধ্য হয়েছি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বাংলা ব্লগের তালিকা

ফ্রী তে .কম ডোমেইন । .com domain for free

গুগল অ্যাডসেন্স : ব্লগ লিখে হাজার ডলার!